এয়ার ইন্ডিয়া হামলা মামলায় খালাস পাওয়া শিখকে হত্যায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

কানাডায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ১৯৮৫ সালের বোমা হামলা মামলায় খালাস পাওয়া শিখ ব্যবসায়ী রিপুদমন সিং মালিককে হত্যায় অভিযুক্ত দুইজনের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

২৪ বছর বয়সী ট্যানার ফক্সকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্ট মঙ্গলবার ২০ বছরের জন্য প্যারোলের সুযোগ ছাড়াই এই সাজা দেয়।

ফক্স ও তার সহযোগী হোসে লোপেজ ২০২২ সালে মালিককে হত্যার অভিযোগে গত অক্টোবরে দোষ স্বীকার করেন। বিবিসি লিখেছে, লোপেজের সাজা শুক্রবার ঘোষণা করা হবে।

মামলার শুনানির সময় মালিকের পরিবার আবেগপ্রবণ হয়ে ফক্সকে অনুরোধ করে হত্যার জন্য কে তাকে ভাড়া করেছিল তা প্রকাশ করতে।

মালিকের পুত্রবধূ সন্দীপ কৌর ধালিওয়াল বলেন, “আমরা আপনার কাছে অনুরোধ করছি যারা আপনাকে দিয়ে এই খুন করিয়েছে তাদের নাম প্রকাশ করুন।”

ফার্স্ট ডিগ্রি মার্ডারের বিচারের আগেই ফক্স ও লোপেজ তাদের দোষ স্বীকার করেছিলেন।

তবে, এই হত্যাকাণ্ডকে ঘিরে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে, বিশেষ করে কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে মালিককে হত্যা করা হল তা নিয়ে।

 

যদিও কৌসুলিরা নিশ্চিত, ফক্স ও লোপেজ আর্থিকভাবে প্রলুব্ধ হয়ে পরিকল্পিতভাবে মালিককে হত্যা করেছিলেন। তবে হত্যার মূল পরিকল্পনাকারী কে, তা এখনও প্রকাশ পায়নি।