যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

যুক্তরাষ্ট্রের রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে পটোম্যাক নদীর ওপর আকাশে বুধবার রাতে একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কতৃপক্ষের বরাত দিয়ে এই সংবাদ জানায় রয়টার্স।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পটোম্যাক নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক মাধ্যমে বলেন, ‘আমরা জানি অনেক প্রাণহানি ঘটেছে।’ তবে তিনি মৃতের সংখ্যা উল্লেখ করেননি।

একটি আমেরিকান এয়ারলাইন্স সূত্র রয়টার্সকে জানিয়েছে, ৬০ জন যাত্রীসহ দুই পাইলট এবং দুই ক্রু সদস্য ওই ফ্লাইটে ছিলেন। অন্যদিকে হেলিকপ্টারে তিনজন সৈন্য ছিলেন বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

২০০৯ সালের ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে কোনো বাণিজ্যিক বিমানের দুর্ঘটনা ঘটেনি, তবে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক দুর্ঘটনা উদ্বেগ তৈরি করেছে।

এনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পটোম্যাক নদী থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কেনেডি সেন্টারের একটি ওয়েব ক্যামেরা থেকে ধারণ করা ছবিতে পটোম্যাক নদীর উপর আকাশে বিস্ফোরণ দেখা যায়, যেখানে বিমানটি দ্রুত পতিত হয়ে আগুনে পুড়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আমেরিকান এয়ারলাইন্সের সিআরজে৭০০ প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। প্লেনটি কানসাস থেকে ওয়াশিংটনের দিকে যাচ্ছিল।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের নতুন পরিবহনমন্ত্রী সিন ডাফি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লেখেন, ‘অনুগ্রহ করে আজ সন্ধ্যায় সংঘর্ষের ঘটনার জন্য প্রার্থনা করুন।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের দায়িত্বে রয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। সূত্র: রয়টার্স