উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫ এবারের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে শুরু থেকেই বিপাকে ছিল পাকিস্তান। টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ আগে আরেকটি ধাক্কা খেল আয়োজক দেশটি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের চ্যাম্পিয়নস ট্রফির আগে হচ্ছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি করাচি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠান নিয়ে শুরু থেকেই হয়েছে নানা জলঘোলা। টুর্নামেন্টের অল্প কিছুদিন বাকি থাকলেও এখনো প্রস্তুত হয়নি করাচি স্টেডিয়ামে। একই সাথে নিরাপত্তার কারণে এই অনুষ্ঠানে আসার অনুমতি পাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এ নিয়ে দুই দেশের মাঝে উত্তাপটা বেড়েছে কয়েকগুণ। SHARES ক্রিকেট বিষয়: চ্যাম্পিয়নসট্রফির