গাজীপুরে রিসাইক্লিং কারখানায় লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

গাজীপুরের গিভেন্সী গ্রুপের একটি রিসাইক্লিং প্লান্ট কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মনিপুর এলাকার ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে বিকালে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন জানান, মনিপুর এলাকার জাহিন রিসাইক্লিং প্লান্ট কারখানায় রোটর মেশিনে আগুন দেখে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে আরও তিনটি ইউনিটের কর্মীরা যোগ দিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে বিকাল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।