‘সবচেয়ে কৃপণ’ আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন হাসান মাহমুদ প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫ ঢাকা ক্যাপিটালসকে ১২৩ রানে গুটিয়ে ৬ উইকেটের জয় দিয়ে দিয়ে চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। দলের জয়ে বিশাল অবদান রেখেছেন পেসার হাসান মাহমুদ। প্রথমে বলা করা খুলনার হয়ে ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নিয়েছেন ঢাকার ২ উইকেট। বিপিএল ইতিহাসে কোনো ইনিংসে চার ওভারের বোলিং কোটা পূর্ণ করেছেন, এমন বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণদের তালিকায় উঠে গেলেন হাসান। খুলনার এই পেসার ছুঁয়ে ফেললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও বাংলাদেশেরই স্পিনার নাহিদুল ইসলামকে। উভয়ই ৪ ওভার বোলিং করে মাত্র ৫ রান দিয়েছিলেন। অর্থাৎ, বোলিং ইকোনমি মাত্র ১.২৫। ২০১৫ সালে সিলেট সুপার স্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ ৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন আফ্রিদি। আর ২০২২ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নাহিদুল ইসলাম ৪ ওভারের স্পেলে ৫ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট। অবশ্য, ওভার বিবেচনায় না আনলে বিপিএলে সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ড আরাফাত সানির দখলে। ২০১৬ সালে খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ২.৪ ওভার বল করে ২ মেডেন দিয়ে কোনো রানই দেননি তিনি। সেবার ৩ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। SHARES ক্রিকেট বিষয়: আফ্রিদিখুলনা