দিনাজপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫ দিনাজপুর বিরামপুরের রেল ঘুন্টিতে একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাকের চালক-হেলপার নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর রেলগেটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাকের হেলপার পঞ্চগড় তেতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের আরিফ হোসেন। ট্রাক চালকের নাম মাহবুবুর রহমান। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন সঙ্গে জয়পুরহাটগামী একটি পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় পুলিশ ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালকের মৃত্যু হয়। ঘটনার সময় রেলগেটে কোনো গেটম্যান ছিল না। বিরামপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে এসে দেখি একজনের মরদেহ রেললাইনের ওপর পড়ে আছে। পাশেই ট্রাকটি দুমড়ে মুছরে পড়ে রয়েছে। ট্রাক চালক মাহবুবুর রহমানের বাড়ি পঞ্চগড়ে। আর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের মরদেহের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কপথে বিরামপুর থেকে ঘোড়াঘাট মহাসড়কের তীব্র যানজট হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাস্তায় উপর শতশত ট্রাক বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে রয়েছে। SHARES জাতীয় বিষয়: পাথরবোঝাইবিরামপুরেরমাহবুবুর