ব্রাভোর রেকর্ড ভেঙে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

এতদিন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। এবার তার রেকর্ড ভেঙে সেটা নিজের করে নিয়েছেন ২৬ বছর বয়সী আফগান লেগ স্পিনার রশিদ খান।

দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়াারে পার্ল রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে ব্রাভোর রেকর্ড ভাঙেন রশিদ। ইতিহাস গড়ার দিনে আবার তার দল এমআই কেপটাউন জয় নিয়েও মাঠ ছেড়েছে।

ব্রাভোর শিকার ছিল ৬৩১। রশিদের উইকেট এখন ৬৩৩টি। টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকার হয়ে নিজের প্রতিক্রিয়ায় রশিদ বলেছেন, ‘অবশ্যই এটা অসাধারণ একটা অর্জন। যদি দশ বছর আগে আমাকে কেউ প্রশ্ন করতো, তাহলে বলবো আমি নিজে কখনও এর ব্যাপারে ভাবিনি। আফগানিস্তান থেকে এমন অর্জন অবশ্যই গর্বের ব্যাপার। ব্রাভো টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার। এটা খুব সম্মানের এবং আমি আরও এগিয়ে যেতে চাই। ’

রশিদ খান তার টি-টোয়েন্টি অভিষেক করেছেন ২০১৫ সালের অক্টোবরে। তখন একেবারেই কিশোর ছিলেন তিনি। রশিদ রেকর্ডটা করেছেন ব্রাভোর চেয়েও কম ম্যাচ খেলে। ব্রাভো ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়েছেন। রশিদ তাকে ছাড়িয়ে গেছেন ৪৬১ ম্যাচে। তিনি দ্রুত ৫০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করে ফেলবেন। কারণ বিশ্বের সবগুলো লিগ-ই তাকে পেতে মুখিয়ে থাকে।

টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি যারা

রশিদ খান- ৬৩৩
ডোয়াইন ব্রাভো- ৬৩১
সুনীল নারাইন- ৫৭৪
ইমরান তাহির-৫৩১
সাকিব আল হাসান-৪৯২