‘গত কয়েকদিন অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি’

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বনিবনা হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজন সিনিয়র সদস্যের সঙ্গে। যে কারণে, তারাসহ পুরো নারী ফুটবল দল অনেকটা বিদ্রোহ করে বসে আছে। নারী ফুটবলারদের কথা, পিটার বাটলার কোচ থাকলে তারা ক্যাম্পে যোগ দেবে না।

নারী ফুটবলার এবং কোচের মধ্যকার এই দ্বন্দ্ব এখন বাংলাদেশ ফুটবলে আলোচিত ঘটনা। বাফুফে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা। এরই মধ্যে নারী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা। চলছে পক্ষে-বিপক্ষে মন্তব্য।এরই মধ্যে নারী ফুটবলাররাও নাকি নানা অপ্রীতিকর ঘটনার সম্মুখিন হচ্ছেন। জাপান প্রবাসী জাতীয় নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া নাকি এরই মধ্যে বেশ কিছু হত্যা এবং ধর্ষণের হুমকি পেয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে দেয়া এক পোস্টে সুমাইয়া নিজেই এ অভিযোগ তুলে ধরেন। সে সঙ্গে আক্ষেপ প্রকাশ করেন, কেন তিনি একজন ফুটবলার হতে গেলেন? কারণ, একজন ক্রীড়াবীদ হিসেবে যেভাবে দেশকে পাশে পাওয়ার কথা ছিল, সেভাবে পাচ্ছেন না।

ফেসবুকে ইংরেজি ভাষায় সুমাইয়ার দেওয়া স্ট্যাটাসটা বাংলা অনুবাদ করে দেয়া হলো পাঠকদের জন্য।

সুমাই লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইন্টার স্কুলে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হয়ে খেলা থেকে শুরু করে মালদ্বীপে লিগ জয় এবং বাংলাদেশের হয়ে ২০২৪ সালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জত- এ যাত্রা আমার কাছে ছিল মিষ্টি-তিক্ততায় ভরা।

যখন থেকে আমি এই পথ (নারী ফুটবলার হিসেবে খেলা) বেছে নিয়েছি, তখন থেকেই আমার স্বপ্ন ছিল সেসব তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবো, যাদের বাবা-মা চায় তারা শুধু পড়ালেখার উপরই মনোযোগ নিবদ্ধ করে থাকুক। আমি দেখাতে চেয়েছিলাম যে আবেগ এবং নিষ্ঠা সব বাধা ভেঙে দিতে পারে।