চল্লিশেও এক টগবগে ফুটবলারের প্রতিচ্ছবি রোনালদো

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

একজন ফুটবলার পূর্ণ উদ্যম নিয়ে কত বছর বয়স পর্যন্ত টানা খেলে যেতে পারেন? কত বছর বয়সে এসে থেমে যাওয়া বলে চিন্তা করতে পারেন? বড়জোর ৩৩-৩৪? টেনেটুনে ৩৬ বছর পর্যন্তও অনেক ফুটবলার খেলে থাকেন। ৩৮ বছর পর্যন্ত যান খুব কম ফুটবলারই। সে জায়গায় ৪০ বছর বয়সে পূর্ণ উদ্যমে খেলে যাওয়া তো স্বপ্নের মত একটি ব্যাপার।

ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে আপনি দেখবেন সেই উদ্যম, সেই একাগ্রতা। এখনও ২৫-২৬ বছর বয়সী যুবকের মত দিব্যি পুরো ৯০ মিনিট খেলে যাচ্ছেন ক্লান্তিছাড়া। ক্লাব ফুটবল, এমনকি জাতীয় দলেও।

৪০তম বসন্ত পার করে ফেলেছেন পর্তুগিজ এই ফুটবলার। ৪০তম জন্মদিন পালন করলেন আজ (বুধবার) তিনি। চল্লিশে এসেও যেভাবে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন একের পর এক পারফরম্যান্স দিয়ে, তাতে করে বিশ্বব্যাপি প্রশংসার বন্যায় ভাসছেন সিআর সেভেন। ‘ফুটবল দুনিয়ায় রোনালদো নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন’ বলে মন্তব্য করেছেন সবাই।

সম্প্রতি লা সেক্সটা’র সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদোকে প্রশ্ন করা হয়, তিনি কি নিজেকে সর্বকালের সেরা ফুটবলারদের শীর্ষে মনে করেন? জবাবে রোনালদো জানিয়ে দেন, তার ট্রফি কালেকশন, গোল স্কোরিংয়ের উচ্চতাই নির্ধারণ করবে, সর্বকালের সেরা তালিকার তিনি কোথায় আছেন!