কোচ বাটলারের ভুল ও শৃঙ্খলা ভঙ্গ কি বাফুফের চোখে পড়ে? প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ ফেডারেশনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ৩০ জানুয়ারি বাফুফে ভবনের নিচে দশের অধিক নারী ফুটবলার কোচ পিটার বাটলারকে বয়কটের ঘোষণা দেন। তাদের এই ঘোষণাকে আবেগী ও যুক্তিহীন বলছেন অনেকে। নারীরা যে ভুল করেছেন, আজ প্রায় একই ভুল করেছেন কোচ বাটলারও। বাফুফের বিশেষ কমিটি যখন তদন্ত করছে, সেই সময় বাটলারের ‘কয়েকজন নারী ফুটবলার থাকলে, তিনি থাকবেন না’– এমন মন্তব্য অপেশাদার ও শৃঙ্খলা বর্হিভূত। কাঠমান্ডু সাফে পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর মিডফিল্ডার মনিকা চাকমা গণমাধ্যমকে বলেছিলেন, ‘কোচ সিনিয়রদের পছন্দ করে না।’ খেলোয়াড় হিসেবে টুর্নামেন্ট চলাকালে তার এই মন্তব্য ছিল বিধি বর্হিভূত। অথচ শতভাগ পেশাদার দাবি করা পিটার বাটলার শৃঙ্খলা ভেঙেছেন খেলোয়াড়দের চেয়ে বেশি। তিনি এক সাক্ষাৎকারে সরাসরি বলেছিলেন– ইংল্যান্ড হলে এই খেলোয়াড়দের বহিষ্কার করতেন। খেলোয়াড়দের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছিলেন প্রকাশ্যে। খেলোয়াড়দের ফিটনেসে সমস্যা থাকলে সেই দায়ও কিন্তু তারই! যে খেলোয়াড়দের দিকে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সেই খেলোয়াড়রাই চ্যালেঞ্জ নিয়ে সাফে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে। অথচ ফুটবল ফেডারেশন শিরোপা জয়ের পেছনে যেন কোচের কৃতিত্বই বেশি দেখছে এবং কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ায় খেলোয়াড়দের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার চেষ্টা করছে। অথচ কোচ যে খেলোয়াড়দের চেয়ে আরও গুরুতর মন্তব্য করেছেন, সেটা যেন ফেডারেশন দেখেও না দেখার ভান করছে। SHARES খেলাধুলা বিষয়: খেলোয়াড়দেরচ্যাম্পিয়নশিপ