ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুজন আটক প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমানের একটি ফ্লাইটে করে আসা দুই যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করার পর গ্রিন সিগন্যাল পার হওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণের চালান জব্দ করা হয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা ২৬ মিনিটে আরব আমিরাত থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৫২ ফ্লাইটটি অবতরণ করে ওসমানী বিমানবন্দরে। এরপর দুই যাত্রীর কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: ওসমানীবিমানবন্দরে