স্মিথের অন্যরকম ডাবল সেঞ্চুরি, শ্রীলংকাকে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

নাথান লায়নের অফ স্মিন ঠিকঠাক সামলাতে না পেরে শর্ট ফাইন লেগে বল উঠিয়ে দেন কুশল মেন্ডিস। সেখানে শিকারীর চোখ নিয়ে দাঁড়ানো স্টিভেন স্মিথ ক্যাচ ধরতে কোনো ভুল করলেন না। টেস্টে স্মিথের এটি ২০০তম ক্যাচ। সবমিলিয়ে টেস্টে পঞ্চম ক্রিকেটার হিসেবে ক্যাচের ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন এই ম্যাচেই টেস্টের সেঞ্চুরি সংখ্যায় সেরা পাঁচে উঠে আসা স্মিথ। তিনি ছাড়া টেস্ট দুই শ বা তার বেশি ক্যাচ ধরেছেন রাহুল দ্রাবিড়, জো রুট, মাহেলা জয়াবর্ধনে ও জ্যাক ক্যালিস।

স্মিথের অন্যরকম ডাবল সেঞ্চুরির দিনে ৯ উইকেটের জয় নিয়ে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছিল তারা। আজ রবিবার স্বাগতিক লংকানদের হোয়াইওয়াশ করার মাধ্যমে গত ১৪ বছরে এশিয়ায় দ্বিতীয় সিরিজ জিতল অজিরা। মাঝে ২০২২ সালে পাকিস্তানকে হারিয়েছিল তারা।

৮ উইকেটে ২১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে লিড ছিল ৫৪ রানের। চতুর্থ দিনে আর ২০ রান যোগ করতেই শেষ হয়ে যায় লংকানদের প্রতিরোধ। তাতে অজিদের সামনে ৭৫ রানের লক্ষ্য দেয় ধনাঞ্জয়া ডি সিলভার দল। ৯ উইকেট হাতে রেখেই যা পেরিয়ে যায় সফরকারীরা। ট্র্যাভিস হেড আউট হলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন উসমান খাজা ও মারনাস লাবুশেন।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ১৫৬ রানের ইনিংস খেলা অ্যালেক্স ক্যারি। আর সিরিজসেরা খেলোয়াড় ২ ম্যাচে ২ সেঞ্চুরিতে ২৭২ রান করা স্মিথ। তবে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করার পেছনে বড় অবদান অস্ট্রেলিয়ার দুই স্পিনার নাথান লায়ন ও ম্যাথু কুনেমানের। দুই টেস্টে দুজনে মিলে শিকার করেছেন ৩০ উইকেট। এর মধ্যে কুনেমানের ১৬টি ও লায়নের ১৪টি।

গলেতে এই টেস্টই ছিল শ্রীলংকার সবচেয়ে সফল ওপেনার দিমুথ করুনারত্নের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ক্যারিয়ারের শেষ ইনিংসে মাত্র ১৪ রান করেছেন তিনি। অজি ইনিংসের জয়সূচক রানও এসেছে করুনারত্নের বলে।