চুক্তির মেয়াদ বাড়ছে রোনালদোর প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫ গত সপ্তাহেই বয়স চল্লিশ ছুঁয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তিনি যে সহসাই থামছেন না তার ইঙ্গিতও মিলছে। সৌদি ক্লাব আল নাসরের হয়ে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে যাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড। বার্তা সংস্থা এএফপি সৌদি ক্লাবটির এক কর্মকর্তার বরাতে এমন তথ্য নিশ্চিত করেছে। নতুন চুক্তির ফলে তিনি সৌদি ক্লাবটিতে থাকবেন ২০২৬ সালের জুন পর্যন্ত। অবশ্য ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, রোনালদো আল নাসরের সঙ্গে সমঝোতাতে পৌঁছালেও চুক্তিটি এখনও সই হয়নি। হয়তো কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। রোনালদোর চলতি চুক্তির মেয়াদও শেষের পথে। সেটার মেয়াদ আগামী জুন পর্যন্ত। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তারকা আল নাসরে যোগ দেন ২০২৩ সালের জানুয়ারি। তার পর থেকে ক্লাবটিতে ৯০ ম্যাচ খেলেছেন। করেছেন ৮২ গোল। গত আগস্টে রোনালদো এমন ইঙ্গিতও দেন যে, তিনি নিজের পেশাদার ক্যারিয়ার আল নাসরেই শেষ করবেন। সেটা হতে পারে খুব শিগগির কিংবা আরও দুই-তিন বছর পর! SHARES খেলাধুলা বিষয়: ক্রিস্টিয়ানোরোনালদোর