সিটির মাঠে কঠিন পরীক্ষা দেখছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

মঙ্গলবার রাতে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের প্লে-অফের প্রথম লেগ। শুরুর দিনেই আকর্ষণীয় লড়াইয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচটা মাঠে গড়াবে রাত ২টায়।

বিগত আসরগুলোতে রিয়াল-ম্যানসিটির আকর্ষণীয় দ্বৈরথটা দেখা যেত টুর্নামেন্টের জমজমাট মুহূর্তে। এবার অবশ্য আগেভাগেই মুখোমুখি হচ্ছে। টুর্নামেন্টে তারা একে অপরের মুখোমুখি হচ্ছে টানা চতুর্থবার। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেত্তি অবশ্য এই দ্বৈরথে জয়ী দলকেই শিরোপা জয়ের জন্য ফেভারিট মানছেন, ‘আমি নিশ্চিত এই দ্বৈরথের জয়ী দল টুর্নামেন্টে অনেক দূর পর্যন্ত যাবে।’