সংস্কারের আগে নির্বাচন নয় : জামায়াতে ইসলামী প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ এক যুগেরও বেশি সময় পর নির্বাচন কমিশনে গেল বাংলাদেশ জামায়াতে ইসলামী৷ ২০১২ সালে নিবন্ধন টেকাতে গঠনতন্ত্রে সংশোধনী এনে তা জমা দিতে নির্বাচন কমিশনে যায় দলটি । এরপর ২০১৩ সালে উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হলে আর নির্বাচন কমিশনে যায়নি জামায়াত। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনারদের সাথে বৈঠক করে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দু’ঘণ্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, প্রয়োজনীয় নির্বাচনী সংস্কারের পর যে কোনো মাসে ভোট চায় তার দল। আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেন এই শীর্ষস্থানীয় নেতা। দলটির পক্ষ থেকে আনুপাতিক প্রতিনিধিত্ব, অনিয়ম হলে ভোট বাতিলের ক্ষমতা পুনর্বহাল, প্রবাসীদের ভোটসহ ২৩টি প্রস্তাব দেয়া হয় নির্বাচন কমিশনকে। এছাড়া দল নিবন্ধন আইন বাতিলেরও প্রস্তাব দেয়ার কথা জানান তিনি। তিনশো আসনে দলটি ভোট করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। জাতিসংঘের মানবাধিকার কমিশনকে জামায়াতের সাক্ষাৎকার না দেয়ার তথ্য সঠিক নয় বলে জানান তিনি। SHARES রাজনীতি বিষয়: ইসলামীজামায়াতেবাংলাদেশ