বিএনপির ৫২৪ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারা দেশে বিএনপির ৫২৪ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়। বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান এ অভিযোগ জমা দেন। পরে তিনি জানান, আন্দোলনে ৫২৪ জন নেতাকর্মীসহ মোট ৮৪৮ জন মারা গেছেন। বাকিরা বিএনপির নেতাকর্মীদের আত্মীয়। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করতে দলটির নেতাকর্মী, সমর্থক, বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও অন্যদের নির্বিচারে গুলি, নির্যাতন এবং ধারালো অস্ত্র দ্বারা হত্যা করা হয়। অভিযোগগুলো কমপ্লেইন রেজিস্টারভুক্ত এবং তদন্ত করে আসামিদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সারা দেশে বিএনপি নেতাকর্মীদের হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহার প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। SHARES রাজনীতি বিষয়: অপরাধজমাট্রাইব্যুনালে