চেক বিতরণ অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সড়ক অবরোধ প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে সড়ক অবরোধ করা হয়। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা শিল্পকলার সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এর আগে, এদিন সকালে তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে চেক বিতরণ করা হয়। এ সময় আহতদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়। পরে তারা সড়ক অবরোধ করেন। জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের ২১৭ জন আহতের মাঝে আর্থিক অনুদান দেওয়ার জন্য শিল্পকলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা হিসেবে চেক দেওয়া হয়। এতে আহতদের পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়। এ সময় তারা জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা আহতদের সঙ্গে কথা না বলে চলে যান। পরে ক্ষুব্ধ হয়ে আহতরা জেলা শিল্পকলার সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এ সময় সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা পর সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামসহ জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। সেখানে অভিযুক্ত কর্মকর্তাদের ক্ষমা চাওয়ার দাবি করেন ভুক্তভোগী আহতরা। এ সময় প্রশাসনের উপস্থিত কর্মকর্তাদের আশ্বাসে আহতরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এ সময় ছাত্র-জনতা প্রতিনিধি মারিয়া মোকাদ্দাস মিষ্টি, আহত সোহানুর রহমান সোহান, সাইদুল রহমান, মিজানুর রহমান, খাইরুল ইসলামসহ অর্ধশতাধিক আহত উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। SHARES জাতীয় বিষয়: অনুদানঅভিযোগআর্থিক