মেট্রোরেলে ১ দিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ মেট্রোরেলে একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার মেট্রোরেল ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করে। মেট্রোরেলের তত্ত্বাবধায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ‘ডিএমটিসিএল’ তাদের ফেসবুক পেজে এক পোস্টে, শুক্রবার এ তথ্য প্রকাশ করে। এই মাইলফলক অর্জনে মেট্রোরেল পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং যাত্রীদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। এর আগে গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে প্রায় ৩ লাখ ৮৩ হাজার এবং ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী যাতায়াত করে। বর্তমানে মেট্রোরেল প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করে বলে জানিয়েছে ডিএমটিসিএল। SHARES জাতীয় বিষয়: তত্ত্বাবধায়নকারীপ্রতিষ্ঠানম্যাস