ভিনিসিয়ুসের সৌদি যাওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন রিয়াল কোচ প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ভিনিসিয়ুস জুনিয়র সৌদি আরব চলে যাবেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক সপ্তাহ আগে থেকেই। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন করা হয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে। গতকাল শুক্রবারও একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন আনচেলত্তি। আনচেলত্তি বলেন, ‘আমি এই বিষয়ে (কথা বলতে বলতে) ক্লান্ত। তবে চিন্তিত নই। (ক্লাবে) তাকে খুশি দেখছি এবং আমরাও তার সঙ্গে খুশি। এক সপ্তাহ আগে যা বলেছিলাম, এর বাইরে আর কিছু যোগ করার নেই। এটি এমন বিষয় নয়, যা আমরা এখানে আলোচনা করি। সেও (ভিনি) এটি নিয়ে আলোচনা করে না।’ বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি প্রো লিগ গত গ্রীষ্ম থেকেই ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে ব্রাজিলিয়ানকে নিতেও প্রস্তুত তারা। রিয়ালে সপ্তম মৌসুম খেলছেন ভিনিসিয়ুস। গত মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের ম্যা জয়ের পর ব্রাজিলিয়ান তারকা ইঙ্গিত দেন, ২০২৭ সালে চলমান চুক্তি মেয়াদ ফুরিয়ে গেলেও নতুন করে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি করবেন তিনি। আনচেলত্তি বলেন, ‘আমি যা বলতে পারি তা হলো, আমি এখানে যা দেখি, সে খুশি, ভালো কিছু করতে উত্সাহী। ক্লাবের সঙ্গে ইতিহাস গড়তে চায়। আমি আগের মতোই ভিনিসিয়ুসকে দেখছি, অনেক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে খেলতে চাইছে সে।’ একটি সূত্র ইএসপিএন-কে জানিয়েছে, ভিনিসিয়ুসের এজেন্টরা রিয়ালকে জানিয়েছেন, ২০২৭ সালের পর ব্রাজিলিয়ানকে রাখতে হলে অবশ্যই পারিশ্রমিক বাড়াতে হবে। SHARES খেলাধুলা বিষয়: ক্লাবেজুনিয়রভিনিসিয়ুস