এভারটনের বিপক্ষে নাটকীয় ড্র ম্যানইউর

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

খেলার মূল সময়ের শেষ দিকে ব্রুনো ফার্নান্দেস ও ম্যানুয়েল উগার্তের গোলে এভারটনের বিপক্ষে নাটকীয়ভাবে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে পিছিয়ে পড়ে অবশেষে ২-২ গোলে ড্র করেছে রুবেন অ্যামোরিমের শিষ্যরা।

শনিবার ঘরের মাঠ গডিসন পার্কে যোগ করা সময়ে একটি পেনাল্টি পেয়েছিল এভারটন। তবে ভিএআর পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত বদলে ফেলেন রেফারি। ফলে স্বাগতিকদের জয় হাতছাড়া হয়।

১৯ মিনিটে ম্যানইউর বাজে ডিফেন্ডিংয়ের সুযোগে ফর্মে থাকা স্ট্রাইকার বেতো গোল করে এগিয়ে দেন এভারটনকে। ৩৩ মিনিটে আবদুলায়ে ডুকুরের গোলে এভারটন ব্যবধান দ্বিগুণ করলে ম্যানইউর ফেরার লড়াই আরও কঠিন হয়ে পড়ে।

বিরতির পর ম্যানইউর পারফরম্যান্সে উন্নতি ঘটে। ৭২ মিনিটে অধিনায়ক ফার্নান্দেস ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করেন। এরপর ম্যাচের শেষ দশ মিনিট বাকি (৮০ মিনিটে) থাকতে দুর্দান্ত শটে সমতা ফেরান উগার্তে (২-২)।

শেষ মুহূর্তে কঠিন বিপদে পড়তে যাচ্ছিলো ম্যানইউ। ৯৫ মিনিটে ডি-বক্সের ভেতর এভারটনের অ্যাশলি ইয়াংকে হালকা স্পর্শ করে ফেলে দেন ম্যানইউর হ্যারি ম্যাগুয়ের। একে ফাউল হিসেবে চিহ্নিত করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

এরপর পিচসাইড মনিটরে পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি অ্যান্ড্রু ম্যাডলি; যা স্বাগতিক দলের দর্শকদের মধ্যে তীব্র হতাশার জন্ম দেয়।

২৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে আছে ম্যানইউ। সমান ম্যাচে অ্যামোরিমের দলের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ১৪তম স্থানে এভারটন।