কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোতে মায়ামি

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোতে নাম লিখিয়েছে ইন্টার মায়ামি। স্পোর্টিং কানসাস সিটিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। দুই লেগ মিলিয়ে মেসিরা জিতেছে ৪-১ ব্যবধানে।

প্রথম লেগে মেসির একমাত্র গোলে জয় নিশ্চিত হয়েছিল মায়ামির। দ্বিতীয় লেগে মেসির জাল খুঁজে নিতে সময় লেগেছে মাত্র ১৯ মিনিট। বার্সা সতীর্থ  লুইস সুয়ারেজ তাকে দেখে বল চিপ করেছিলেন। স্পোর্টিং ডিফেন্সও মেসিকে বেশি জায়গা দিয়ে খেলছিল। যার সুযোগটা নিয়েছেন জাল কাঁপিয়ে।

মেসির প্রথম গোলের পর মায়ামি ব্যবধান বাড়ায় প্রথমার্ধের স্টপেজ টাইমে। ৪৫+১ মিনিটে গোল করেন টাডেও অ্যালেন্ডে। স্টপেজ টাইমে (৪৫+৩ মিনিটে) লুইস সুয়ারেজও জাল কাঁপালে প্রথমার্ধে ম্যাচটা নিজেদের করে নেয় মায়ামি। কানসাস সিটি ৬৩ মিনিটে শোধ দেয় একটি। গোল করেছেন মিমো রদ্রিগেজ।

পরের রাউন্ডে মায়ামি মুখোমুখি হবে ক্যারিবিয়ান কাপ চ্যাম্পিয়ন জ্যামাইকান ক্লাব ক্যাভ্যালিয়েরের।