ভারতের স্পিন চ্যালেঞ্জ সামলাতে কি তৈরি অস্ট্রেলিয়া? প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে সবগুলো ম্যাচ এক ভেন্যুতে খেলছে ভারত। তাতে অন্য দলগুলার চেয়ে কন্ডিশনজনিত অ্যাডভান্টেজে এগিয়ে রোহিত শর্মারা। যেখানে সবচেয়ে বেশি প্রভাব রাখছেন দলটির স্পিনাররাই। দুবাইয়ে মঙ্গলবার আজ প্রথম সেমিফাইনালেও সেই স্পিন বড় ভূমিকা রাখবে। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ অবশ্য জানিয়েছেন, ভারতের স্পিন চ্যালেঞ্জ সামলাতে তৈরি তার দল। ম্যাচটা শুরু হবে বিকাল ৩টায়। ভারত যেমন অ্যাডভান্টেজে এগিয়ে, অস্ট্রেলিয়া বোলিং বিভাগে তারকা তিন পেসার (প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক) ছাড়া একপ্রকার খর্বশক্তির দল নিয়ে খেলছে। তার পরও দলটা অস্ট্রেলিয়া। বোলিং বিভাগের তিন চেনা অস্ত্রকে ছাড়াই প্রমাণ করে ছেড়েছে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। এই ম্যাচটা আবার গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পুনর্মঞ্চায়ন। দুবাইয়ের এই ম্যাচে স্পিন যে বড় ভূমিকা রাখবে তাতে সন্দেহ নেই। সর্বশেষ ম্যাচে বরুণ চক্রবর্তীর স্পিন ভেলকিতে হেরেছে নিউজিল্যান্ড। ৪২ রানে নিয়েছেন ৫উইকেট। তার কথা উঠতেই স্মিথ জানালেন, ‘শুধু বরুণ নয়, আমার মনে হয় ওদের বাকি স্পিনাররাও মানসম্পন্ন। আমার মনে হয় ম্যাচটা আমরা হারবো নাকি জিতবো, সেটা নির্ভর করবে ওদের স্পিন কীভাবে খেলবো। বিশেষ করে মাঝের ওভারগুলোতে। আমরা এখানে যেভাবে এসেছি, তাতে এটা অবশ্যই চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’ সবগুলো ম্যাচ একই ভেন্যুতে খেলাটা একপ্রকার বাড়তি সুবিধা দিচ্ছে ভারতীয় দলকে। রাজনৈতিক বৈরী সম্পর্কে দেশটির সরকার রোহিতদের পাকিস্তান সফরে রাজি হয়নি। তাই নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই বেছে নিয়েছে। কিন্তু সেই সুযোগে তারা টুর্নামেন্টে এক জায়গাতেই ঘাঁটি তৈরি করেছে। অথচ বাকি দলগুলোকে বিভিন্ন শহর সফর করতে হয়েছে। বিষয়টা নিয়ে ম্যাচের আগে প্রশ্ন উঠতেই রোহিত বলেছেন, ‘আসলে পিচ একই রকম দেখতে কিন্তু যখন খেলা হয়, তখন সেটা ভিন্নভাবে আচরণ করে। তাই এটা বলার সুযোগ নেই গতকালকের মতো আজ একইভাবে খেলার সুযোগ পাচ্ছি।’ একই ভেন্যুতে খেলায় সেটা হোমগ্রাউন্ডের মতোই হওয়ার কথা। কিন্তু রোহিত জানিয়েছেন,‘আমরা এটাও জানি না সেমিফাইনালে কোন পিচে খেলা হবে। এটা আমাদের হোম গ্রাউন্ড না, দুবাই। এখানে অনেক ম্যাচ খেলার সুযোগও পাই না। ফলে এটা আমাদের জন্য নতুন।’ SHARES ক্রিকেট বিষয়: কন্ডিশনজনিততিনহ্যাজলউড