পুরুষালি হওয়ার দরকার নেই, আরও বেশি ‘নারী’ হয়ে উঠুন : কঙ্গনা প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫ বলিউডের ‘লৌহমানবী’ বলা হয় কঙ্গনাকে। তার মানসিক দৃঢ়তা, প্রতি মুহূর্তের লড়াই, স্পষ্টবাদিতা, অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা এই তকমা দিয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে সেই কঙ্গনা ভারতের সকল নারীদের প্রতি বিশেষ বার্তা দিলেন। এদিনও তিনি নারীশক্তির জয়গান করেছেন। যেন একটু ভিন্ন সুরে। তার মতে, একজন নারীর প্রতিদ্বন্দ্বী অন্য পুরুষ বা নারী নন, তিনি নিজেই। কঙ্গনার বার্তা, ‘নারী হিসেবে আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে। সেগুলো খুঁজে বার করুন, তার প্রকাশ ঘটান। তবেই আপনি সার্থক নারী।’ এদিন কঙ্গনা যেন তার চিরচেনা রূপের বাইরে! মানসিকভাবে অবশ্যই আরও শক্তিশালী, সুসংহত। কিন্তু বার্তায় যেন নম্রতার প্রলেপ। বিশেষ দিনে সাংসদ-অভিনেত্রীর ভাষাও যেন কিঞ্চিৎ নরম! নারীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আরও বেশি দয়ালু হোন। আপনার কথায়, আচরণে যেন বেশি করে ভালোবাসা ঝরে পড়ে। কারণ, পৃথিবীর সমস্ত প্রাণী নারীর ভালোবাসা, দয়া, মায়া পাওয়ার অপেক্ষায় থাকে। এই কারণেই একজন শিশুর মাকে সবচেয়ে বেশি প্রয়োজন।’ SHARES বিনোদন বিষয়: পৃথিবীরপ্রাণীসমস্ত