রোহিতের অবসর প্রশ্নে গিল যা বলেছেন প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৫ টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তাই অনেক দিন ধরেই গুঞ্জন চলছে এবার হয়তো আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিতে পারেন তিনি। কিন্তু ডেপুটি অধিনায়ক ও ভারতের ব্যাটার শুবমান গিল জানিয়েছেন, এখনই এসব নিয়ে কোনও পরিকল্পনা নেই ভারতের অধিনায়কের। নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগ দিয়ে আবারও আলোচনায় উঠেছে রোহিতের অবসর প্রসঙ্গ। এমন প্রশ্নে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের ভাইস ক্যাপ্টেন গিল বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের আলোচনায় এই চ্যাম্পিয়ন্স ট্রফি কীভাবে জিতবো। রোহিত আমার সঙ্গে কিংবা দলের সঙ্গে অবসর নিয়ে কোনও কথা বলেনি। আমারও মনে হয় না, রোহিত এখন এসব নিয়ে ভাবছে।’গত জুনে বারবাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে রোহিত অবসর নিয়েছেন। ওয়ানডে থেকে অবসরের জন্যও সেরকম এক মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। কিন্তু গিলের কথাতে অবসর নিয়ে চলমান গুঞ্জনের ইতি ঘটেছে। অথচ ওয়ানডে কিংবা টেস্টে, দুই ফরম্যাটেই ফর্ম নিয়ে সমস্যায় আছেন তিনি। এদিকে, ফাইনাল নিয়ে গিল জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী লড়াইকে পৃথক আরেকটি ম্যাচ ভাবার ভুল করছে না তারা। বরং ফাইনাল কেন্দ্র করে একটা চাপ যে রয়েছে, সেটা স্বীকার করেছেন তিনি, ‘বড় ম্যাচের যে চাপ সেটা তো অবশ্যই রয়েছে। এরকম ম্যাচে যেই দল চাপ ভালো করে সামলায়, তারা সমীকরণ নিজেদের হাতের মুঠোয় নিতে পারে। তাদের মাথায় এটা থাকে না যে এটা ফাইনাল; তখন কিন্তু সেই দলের জয়ের সম্ভাবনা বেশি থাকে।’ SHARES ক্রিকেট বিষয়: রোহিতশর্মা