নতুন ৮ উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া: প্রেস সচিব প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫ নতুন উপদেষ্টা নিয়োগসংক্রান্ত ফেসবুকে ছড়ানো খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) বিকেলে ফেসবুকে মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো ‘অনুমোদনপত্র’ পোস্ট করে লিখেছেন, ‘ভুয়া ও বানোয়াট’। ভুয়া ওই অনুমোদনপত্রে বলা হয়েছে, মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো। আগামী ২১ মার্চ (শুক্রবার) তাদের শপথের তারিখ দেওয়া হয়েছে। SHARES জাতীয় বিষয়: অনুমোদনপত্রেউপদেষ্টার