রাজশাহী স্টেশনে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের সংঘর্ষ প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ রাজশাহী স্টেশনে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। রাজশাহী স্টেশনের ম্যানেজার শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে ওয়াশপিট থেকে একটি ট্রেন বের হচ্ছিলো। অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়েছিল। এতে পার্শ্ববর্তী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। কোনো ট্রেনেই যাত্রী ছিল না। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি। তিনি বলেন, দুপুরে ওয়াশপিট থেকে একটি ট্রেন বের হচ্ছিলো। অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়েছিল। এতে পার্শ্ববর্তী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। কোনো ট্রেনেই যাত্রী ছিল না। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি। SHARES জাতীয় বিষয়: ট্রেনধাক্কাপার্শ্ববর্তী