উমরানের জায়গায় সাকারিয়াকে নিয়েছে কলকাতা প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫ আর কিছুদিন বাদেই আইপিএল। কিন্তু এবারের আসরে গতিময় পেসার উমরান মালিককে পাচ্ছে না কলকাতা নাইড রাইডার্স। তার বদলি হিসেবে বামহাতি চেতন সাকারিয়াকে দলভুক্ত করেছে তারা। ২০২৪ আইপিএলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে কোনও ম্যাচ খেলেননি উমরান মালিক। গতবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র একটি ম্যাচই খেলেছেন। তার পর ইনজুরি থেকে সেরে উঠতে কাজ করে যাচ্ছেন। সর্বশেষ তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে ২০২৪ সালের ফেব্রুয়ারি রঞ্জি ট্রফির ম্যাচে। জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা এই গতিময় বোলার আলোড়ন তুলেছিলেন ২০২২ আইপিএলে। যিনি ১৫০ কিলোমিটার গতিতে বল করে হৈচৈ ফেলে দিয়েছিলেন। সেবার ১৪ ম্যাচ খেলে সব ম্যাচেই দ্রুততম বোলারের পুরস্কার জিতেছিলেন। ২২ উইকেট নিয়ে পান উদীয়মান ক্রিকেটারের খেতাব। তার পর থেকে চোট আর অসুস্থতায় ভুগছেন তিনি। তার ২০২৪-২৫ মৌসুমে দুলীপ ট্রফির শুরুর দিকে খেলার কথা ছিল। হঠাৎ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিযোগিতা থেকে নাম তুলে নেন তিনি। তার পর সমস্যায় পড়েন নিতম্বের চোটে। এখন পর্যন্ত মালিক ভারতের হয়ে ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ১০.৪৮ গড়ে নিয়েছেন ১১ উইকেট। সাকারিয়া অবশ্য ভারতের হয়ে খেলেছেন দুটি টি-টোয়েন্টি। ৯.২৭ ইকোনমিতে তার শিকার এক উইকেট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স কলকাতা আগামী শনিবার ইডেন গার্ডেন্সে তাদের প্রথম ম্যাচ খেলবে। শিরোপা ধরে রাখার অভিযানে উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। SHARES ক্রিকেট বিষয়: উদীয়মানকিলোমিটাররাইডার্স