চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করে বড় লোকসান পিসিবির প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫ ২৯ বছর পর প্রথম কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিল পাকিস্তান। যা দেশটির ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে শুরুর দিকে মনে করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যা হলো, তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মাথায় হাত। দীর্ঘদিন আইসিসি টুর্নামেন্ট না হওয়ায় পাকিস্তানের স্টেডিয়ামগুলো মেগা আসর আয়োজনের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছিল। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেয় পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনটি স্টেডিয়াম (লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি) চূড়ান্ত করা হয়। ইংরেজ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, এসব স্টেডিয়াম সংস্কারের জন্য ১৮ বিলিয়ন পাকিস্তান রুপি খরচ করে পিসিবি। এর বাইরে প্রস্তুতির জন্য ৪০ মিলিয়ন ডলার ব্যয় করে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। সব মিলিয়ে পাকিস্তানের ব্যয় প্রায় ৯৩ মিলিয়ন মার্কিন ডলার। শুরুতে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চিন্তা ছিল পিসিবির। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় সমঝোতার মাধ্যমে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে হয় পিসিবিকে। ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয় দুবাই স্টেডিয়ামকে। SHARES ক্রিকেট বিষয়: ইতিহাসেটেলিগ্রাফদেশটির