মিরা আন্দ্রিভার চমক

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

১৯৯৯ সালের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতলেন রুশ টিনএজার মিরা আন্দ্রিভা। যেখানে সেমিফাইনালে র‌্যাংকিংয়ের দুই নম্বর ও ফাইনালে এক নম্বর তারকাকে হারিয়েছেন তিনি।

প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন মিরা আন্দ্রিভা। র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে রুশ টিনএজার জিতলেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা, গড়লেন দারুণ কীর্তি।

নারী এককের ফাইনালে রবিবার তিনবারের গ্র্যান্ডস্লাম জয়ী ২৬ বছর বয়সী সাবালেঙ্কাকে ২-৬, ৬-৪, ৬-৩ গেমে হারান আন্দ্রিভা।

১৯৯৯ সালে সেরেনা উইলিয়ামসের (১৭ বছর ২৮৩ দিন) পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান ওয়েলস জয়ের কীর্তি গড়লেন আন্দ্রিভা (১৭ বছর ৩০৯ দিন)।

সেমিফাইনালে আন্দ্রিভা হারিয়ে দেন র‌্যাংকিংয়ের দুই নম্বর খেলোয়াড়, পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী ইগা শিয়াওতেককে। ১৯৯৯ সালে ইউএস ওপেনে সেরেনার পর ১৮ বছরের কম বয়সী প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ডব্লিউটিএ ইভেন্টের

এককে র‌্যাংকিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়কে হারালেন তিনি।