তরুন মুন্সীর ‘নিজেরে বুঝি না’ প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫ সংগীতের ভুবনে তিন দশকেরও বেশি তরুন মুন্সীর বিচরণ। নিজের পাশাপাশি এই সংগীতশিল্পী অন্যদের জন্যও নিয়মিত গান তৈরি করে যাচ্ছেন। তার কথা, সুর কিংবা সংগীতে অনেক শিল্পীই গান গেয়েছেন হয়েছে প্রশংসিত। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে আসছে তরুন মুন্সীর নতুন গানচিত্র। শিরোনাম ‘নিজেরে বুঝি না’ । কন্ঠে তোলার পাশাপাশি এর কাব্যমালা সাজিয়ে তাতে সুর-সংগীতও করেছেন শিল্পী নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে তরুন মুন্সীর সাথে মডেল হিসেবে দেখা যাবে ইপ্সিতা শবনমকে। তরুন মুন্সী বলেন, ‘আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেটা বজায় রেখে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়েই নতুন গানটি তৈরি করছি। আশা করছি, গানটিতে নতুনত্বে ছোঁয়া পাবেন শ্রোতারা।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর পক্ষ থেকে জানানো হয়, ঈদ আয়োজনে ‘নিজেরে বুঝি না’ গানটির ভিডিও অবমুক্ত করা হবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যার্টফর্মে। SHARES বিনোদন বিষয়: গানচিত্রভিডিওসংগীতশিল্পী