নাগরিকদের মতামত নিতে জরিপ করবে ঐকমত্য কমিশন

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

রাজনৈতিক দলের বাইরে সাধরণ নাগরিকদের মতামত নিতে শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে জরিপের কাজ শুরু করার কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ।

সোমবার বিকালে জাতীয় সংসদের এলডি হলে আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে আলোচনার শুরুতে তিনি বলেন, “আমরা আশা করছি রাজনৈতিক দলের বাইরেও সাধরণ নাগরিকদের অংশগ্রহণের পথ উন্মোচন করতে ওয়েবসাইটের মাধ্যমে আমরা শিগগিরই চেষ্টা করব। এর বাইরেও সবার মতামত নেওয়ার জন্য আমরা একটা জরিপ করব।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্য ধরে গঠিত সংস্কার কমিশনগুলোর একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করছে ঐতমত্য কমিশন।

সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে ৩৮টি দলকে অনুরোধ জানিয়েছিল ঐকমত্য কমিশন। তার মধ্যে নয়টি দল এখনো তাদের মতামত দেয়নি।

আলী রীয়াজ বলেন, “২৯ টি রাজনৈতিক দলের মতামত পেয়েছি, তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা শুরু হয়েছে। ঈদের আগে চারটি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়, বিরতি দিয়ে আজকে আবার আলোচনা শুরু করেছি। আশা করি মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ রাজনৈতিক দল ও জোটগত ভাবে পথম পর্যায়ের সংলাপ শেষ হবে।

“পরবর্তী পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করতে পারব। সে ক্ষেত্রে যেসব বিষয়ে ঐকমত্য দেখব, বাইরেও কিছু কিছু বিষয়ে ভিন্ন মত আছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। তা নিয়ে মের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আলোচনা করতে পারব বলে আশা করছি। কমিশনের লক্ষ্য হল, জুলাই মাসের মধ্যে যে নির্ধারিত সময় আছে, তার মধ্যে দায়িত্ব পালন করতে পারি।”