থামল বৃষ্টি, খেলা শুরু দুপুর একটায় প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫ সকাল থেকে অপেক্ষা ছিল কখন বৃষ্টি থামবে। নির্ধারিত সময় অনুযায়ী, সিলেট টেস্টে ৩য় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। কিন্তু, বৃষ্টি বাধায় সেটা হয়েছে পণ্ড। অবশেষে সুখবর এলো ১২টার পর। বৃষ্টি থেমেছে। পানি নিষ্কাশনের কাজ শেষে দুপুর ১টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা। দিনের বাকি সময়ের সূচি অনুযায়ী, চা বিরতি হবে বিকেল ৩টা ২০ মিনিটে। আর শেষ সেশনের খেলা হবে বিকেল ৩টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর সকালের পুরো সেশনই চলে গিয়েছে বৃষ্টির পেটে। SHARES ক্রিকেট বিষয়: খেলাসেশনের