বৃষ্টির কারণে আজও খেলা শুরুতে বিলম্ব প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫ বৃষ্টির দাপটে সিলেট টেস্ট যেনো ভেসে যাচ্ছে। তৃতীয় দিনের প্রথম সেশন পুরোটাই ডুবে যায় বৃষ্টিতে। পুরো দিনে খেলা হয়েছিলো মাত্র ৪৪ ওভারের। চতুর্থ দিনে সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির দাপটে তা সম্ভব হয়নি। পরে অবশ্য বৃষ্টি থামলে বিসিবি জানায়, সকাল ১০টায় মাঠ পর্যবেক্ষণ করে পরিস্থিতি ভেবে সিদ্ধান্ত দেবেন আম্পায়াররা। দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৭৩ রানে ৬৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান জয়। তার বিদায়ের পর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। ৬৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১৩৮ রানে ৮৪ বলে ৪৭ রান করে আউট হন মুমিনুল। এরপর ক্রিজে এসেই সাজঘরের পথ ধরেন মুশফিক। ২০ বলে মাত্র ৪ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর ক্রিজে আসা জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত। দেখেশুনে খেলে ৮৪ বলে ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক। SHARES ক্রিকেট বিষয়: অধিনায়কশান্তকে