এক ঘণ্টা পর কিশোরগঞ্জের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫ এক ঘণ্টা পর ঢাকা-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন ঠিক হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিশোরগঞ্জ স্টেশনের মাস্টার খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন পার হওয়ার সময় সদর উপজেলার বড়ইতলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। ১ ঘণ্টা পর ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন ঠিক হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ওই স্থান ত্যাগ করে। এতে বিজয় এক্সপ্রেস গচিহাটা স্টেশন থেকে কিশোরগঞ্জ স্টেশনে ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর ঢাকা-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। SHARES জাতীয় বিষয়: কিশোরগঞ্জস্টেশন