নগর ভবন অবরোধ করে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। ফলে কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে ঢুকতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। গতকালও ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করেন কয়েকশ মানুষ।

বিক্ষোভকারীরা জানান, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না।

বিক্ষোভের কারণে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজারে চলাচলরত যান বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।

আরেকজন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি উপেক্ষা করা হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

সজিব হোসেন নামে এক বিক্ষোভকারীর দাবি,  “এই জটিলতা শুধু প্রশাসনিক নয়, এর পেছনে রাজনৈতিক হিসাব-নিকাশও রয়েছে। শপথ গ্রহণ বিলম্বের ফলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।”

বিক্ষোভকারী বংশালের সোলায়মান মাসুদ জানান, যতদিন ইশরাক হোসেনকে শপথ করানো না হবে, ততদিন তাদের অবস্থান কর্মসূচি চলবে। প্রয়োজনে তারা ঢাকাজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন।

ডিএসসিসির এক কর্মকর্তারা বলেন, “আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত শপথ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গত ২৭ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেটে প্রকাশ করেছে ইসি। এর আগে ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।