ভারতে পালানোর সময় যুবলীগের সহ-সম্পাদক আটক প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫ বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জামিল আহম্মেদ (৪২) নামে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (১৯ মে) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়। তিনি গাইবান্ধা জোলার শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, যুবলীগ নেতা জামিল দুপুরে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করেন। বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন। এ সময় অনলাইনে তার পাসপোর্ট যাচাইয়ের সময় স্টপ লিস্টে তার নাম পাওয়া যায়। তার নামে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে আটক করা হয়। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: আটকযুবলীগের