মুম্বাইয়ে ভারি বৃষ্টি, রেড অ্যালার্ট জারি প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫ তীব্র বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের মুম্বাই। ইতিমধ্যে শহরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, রাত থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে মুম্বাইয়ে। বৃষ্টির জেরে শহরের অংশে পানি জমার ফলে যান চলাচল এবং কিছু অংশে রেল পরিষেবা ব্যাহত হয়। আজ সোমবারও শহরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির খবর মিলেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে লাল এবং কমলা সতর্কতা। আজ সোমবার সকাল থেকেই মুম্বাইয়ে বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া বইতে শুরু করে। তবে মহানগরীর কয়েকটি নিচু এলাকায় পানি জমেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া কর্মকর্তারা জানান, মুম্বাইয়ের নারিপয়েন্ট এলাকায় সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা। অন্যান্য অঞ্চলেও সেসময় ৩০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে মুম্বাইয়ের একাধিক ফ্লাইট বিঘ্নিত হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: এনডিটিভিরপানি