ক্যানসারে আক্রান্ত দীপিকা কাক্কর প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫ হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ দীপিকা কাক্কর ক্যানসারে আক্রান্ত। গতকাল রাতে ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান ‘বিগ বস’ তারকা। দুঃসংবাদ জানিয়ে ৩৮ বছরের দীপিকা কাক্কর লেখেন, “আপনারা সবাই জানেন, গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল। পেটের ব্যথা নিয়ে হাসপাতালে যেতে হয়েছে। তারপর জানতে পারি, লিভারে টিউমার, যা টেনিস বলের সাইজ। টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসার)। আমাদের জীবনে এটি সবচেয়ে কঠিন সময়ের একটি।” চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার ব্যাপারে আশাবাদী দীপিকা লেখেন, “এ পরিস্থিতি মোকাবিলার জন্য আমি ইতিবাচক, দৃঢ়প্রতিজ্ঞ। আমি এটির মুখোমুখি হবো এবং আরো শক্তিশালী হয়ে ফিরে আসব ইনশাআল্লাহ! আমার পুরো পরিবার আমার পাশে আছে। আপনাদের সকলের ভালোবাসা, প্রার্থনায় এই পরিস্থিতি কাটিয়ে উঠব! ইশাআল্লাহ। আমাকে আপনার প্রার্থনায় রাখুন।” ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে স্নাতক সম্পন্ন করে বিমানবালা হিসেবে ক্যারিয়ার শুরু করেন দীপিকা কাক্কর। অসুস্থতাজনিত কারণে ৩ বছর পর এ চাকরি ছেড়ে দেন। ২০১০ সালে অভিনয়ে পা রাখেন। খুব অল্প সময়ের মধ্যে অভিনয়ে ক্যাতি কুড়ান এই অভিনেত্রী। ২০১১ সালে রওনক নামে একজনকে বিয়ে করেন দীপিকা। ২০১৫ সালে ভেঙে যায় এ সংসার। ২০১৮ সালে সহঅভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। ২০২৩ সালের ২১ জুন পুত্রসন্তানের মা হন দীপিকা। SHARES বিনোদন বিষয়: অসুস্থতাজনিতইনস্টাগ্রামটিউমারটি