সরকারি কর্মচারী হাসপাতালে সার্ভার বন্ধ, ফিরে গেলেন রোগীরা

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে আজ সকাল থেকে চরম ভোগান্তির মুখে পড়েছেন বহিঃবিভাগের সেবা নিতে আসা শত শত রোগী। 

রোববার (১ জুন) সকাল ১১টার পর থেকেই হাসপাতালের সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় বহিঃবিভাগের টিকিট ইস্যু এবং চিকিৎসা কার্যক্রম।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১১টার পর সার্ভার সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। এ কারণে নতুন রোগীদের টিকিট দেওয়া সম্ভব হয়নি।

টিকিট কাউন্টারে উপস্থিত কর্মীরা রোগীদের জানান, সার্ভার ঠিক না হওয়া পর্যন্ত কোনো সেবা দেওয়া সম্ভব নয়।

বেলা ১টার পর তারা লাইনে টিকিটের জন্য অপেক্ষমানদের জানান, সার্ভার এখনো আসেনি। আজ আর টিকিট ইস্যু হবে না। আপনারা কাল আসুন। এরপর ক্ষোভ নিয়ে হাসপাতাল ছাড়েন রোগীরা।

অন্যদিকে, যারা আগেই টিকিট কেটেছেন তারাও সার্ভার জটিলতায় চিকিৎসা নিতে পারছেন না। বেলা দেড়টা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে দেখা গেছে।

সরেজমিনে দুপুর সাড়ে ১২টার দিকে গিয়ে দেখা যায়, অনেক রোগী হতাশ হয়ে অপেক্ষায় আছেন। অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চিকিৎসা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বরিশাল থেকে আসা একজন রোগী ঢাকা পোস্টকে বলেন, আমি বরিশাল থেকে এখানে এসেছি। এখানে এসে দেখি সার্ভার ডাউন। ডাক্তার দেখানো তো দূরের কথা, একটা টিকিটও পাইনি। সরকারি হাসপাতালে এই অবস্থা কেন?

হাসপাতালের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, আমাদের সার্ভার হঠাৎ করে কাজ করছে  না। আইটি টিম কাজ করছে, তবে কবে ঠিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি বলেন, এই সমস্যার কারণে শুধুমাত্র বহিঃবিভাগ নয়, অভ্যন্তরীণ প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে।