বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রিংকু সিং, পাত্রী কে?

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

ভারতীয় তরুণ তারকা রিংকু সিংয়ের সঙ্গে এক রাজনীতিবিদের বাগদানের গুঞ্জন উঠেছিল চলতি বছরের জানুয়ারিতে। সেই গুঞ্জন উড়িয়ে দেন প্রিয়ার বাবা তুফানি সরোজ। তবে বিয়ের বিষয়ে যে কথাবার্তা চলছিল সেই ইঙ্গিতও পাওয়া যায়। এবার জল অনেকদূর গড়িয়েছে বলেই খবর ভারতীয় সংবাদমাধ্যমের। তথ্যমতে, আগামী ৮ জুন সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে এই ভারতীয় ক্রিকেটারের বাগদান হতে পারে।

ভারতের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমেই রিংকুর সম্ভাব্য বাগদান ও বিয়ের তারিখ প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ৮ জুন লখনৌর একটি পাঁচ তারকা হোটেলে আংটি বদল করবেন রিংকু-প্রিয়া। এরপর আগামী ১৮ নভেম্বর বারানসির তাজ হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে রিংকু এবং প্রিয়ার ‘রোকা’ (দুই পরিবারের মিলন ও বিয়ে নিয়ে আলোচনা) আয়োজন করা হয়েছিল। পরে শোনা যায় বাগদান এবং বিয়ে দুটো অনুষ্ঠানই আলাদা করে আয়োজন করা হবে। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজনীতি, খেলা, বিনোদন এবং সংস্কৃতি জগতের একাধিক তারকা ব্যক্তিত্ব। এ ছাড়া পুরো বিয়ের অনুষ্ঠান একেবারে পারম্পরিক রীতি-রেওয়াজ মেনেই সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হয়েছেন প্রিয়া সরোজ। তিনি কনিষ্ঠতম এমপিদের মধ্যে একজন। নির্বাচনে জয়ী হওয়ার সময় তার বয়স ছিল ২৫। অন্যদিকে, রিংকু ২৭ বছর বয়সী। এর আগে প্রিয়ার বাবা তুফানি সরোজও একই আসন থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। এ ছাড়া নয়ডার অমিতি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনার পর প্রিয়া পেশায় একজন আইনজীবীও।

সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, প্রিয়া বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুর সুবাদে রিংকু সিংয়ের বিষয়ে জানতে পারেন। ওই বন্ধুর বাবাও আগে ক্রিকেটার ছিলেন। তাদের প্রাথমিক সাক্ষাৎ ধীরে ধীরে বন্ধুত্বে রূপ নেয়। রিংকু-প্রিয়ার সেই সম্পর্কের কথা জানতে পেরে সায় দেয় উভয় পরিবার। প্রিয়ার সেই বন্ধু জানান, ‘রিংকু-প্রিয়া পরস্পরকে এক বছরেরও বেশি সময় ধরে চেনে। তারা একে অপরকে পছন্দ করত, তবে সম্পর্ক আরও দৃঢ় করতে প্রয়োজন ছিল পরিবারের সম্মতি। পরে উভয়ের পরিবার বিয়েতে রাজি হয়েছে।’

প্রসঙ্গত, রিংকু সিং ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সংক্ষিপ্ত সংস্করণের দলে তিনি নিয়মিতই বলা চলে। যেখানে ১৬১.০৬ স্ট্রাইকরেট ও ৪২ গড়ে ৫৬৬ রান করেছেন বাঁ-হাতি এই আগ্রাসী ব্যাটার। দ্রুতগতিতে রান তোলায় খ্যাতি রয়েছে রিংকুর। যদিও এবারের আইপিএলে বলার মতো কিছু করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার ১৩ ম্যাচে ২৯.৪৩ গড় ও ১৫৪ স্ট্রাইকরেটে ২০৬ রান করেন রিংকু। তবে গতবারের চ্যাম্পিয়নরা এবার প্লে-অফে উঠতে পারেনি।