শাপলা না দিলে ধানের শীষও থাকবে না: নাসীরুদ্দীন প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ধানের শীষও তালিকা থেকে বাদ দিতে হবে; এবং ধানের শীষ থাকলে আমাদের শাপলাও দিতে হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন কার্যকর হবে না। গত বৃহস্পতিবার (০৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসি শাপলা না দেওয়ার বিষয়ে আইনগত বা রাজনৈতিক কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি; এজন্যই তারা কমিশনের উদ্দেশ্যে সন্দেহপূর্ণভাবে আঙুল তোলেছে। যদি এনসিপিকে প্রতীক না দেয়া হয়, তাহলে প্রতীকের তালিকা থেকে ধান, পাট, তারকা—এসবও বাদ দিতে হবে বলে তাদের দাবি। তিনি আরও বলেন, আমরা প্রতীক বিষয়ে এখনও সরাসরি সম্পৃক্ত নেই; মনে হয় ইসির পিছনে অন্য কোনো ইরাদা বা ষড়যন্ত্র কাজ করছে। আশা করছি এই মাসের মধ্যে বিষয়টি জাতির সামনে স্পষ্ট হয়ে উঠবে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই মাস পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এখনই আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি না। অনেকে জানতে চেয়েছেন, আমরা কি নির্বাচন কমিশন ঘেরাও বা কোন কর্মসূচি করব কি না—আমরা বলেছি, গণতান্ত্রিক পথেই যেতে চাই। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান; তবু যদি সেটি নিয়মমাফিক না চলে, ন্যায়-বাস্তবতা না পালন করে, নথি হারায় বা চুরি হয়, নথি টাকার বিনিময়ে চলে যায়, বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বজায় না থাকে—তাহলে ওই প্রতিষ্ঠান রক্ষা করা আমাদের দায়িত্ব। এই লক্ষ্যে যদি আত্মহত্যা পর্যন্ত ঘটতে হয়, তাও তারা মানতে প্রস্তুত থাকবেন বলে জানান তিনি। SHARES গণমাধ্যম বিষয়: