ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কে কোন আসনে দাঁড়াবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে ঢাকা থেকে তাঁর নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপি’র এই নেতা। আজ (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে তিনশ আসনেই এনসিপির প্রার্থী দেয়ার কথা চলছে। সম্ভবত, এ মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তখনই জানা যাবে- কে কোন আসন থেকে লড়বেন। এছাড়াও অনেকেই যার যার এলাকা থেকে ইতোমধ্যেই কাজ করছেন, সেটাও আপনারা জানেন।’ জুলাই সনদ নিয়ে এনসিপির অবস্থান কী—সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ নিয়ে আমরা আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট করে আসছি যে, বাংলাদেশে আমরা রাষ্ট্র সংস্কার চাই, পরিবর্তন চাই, গণতান্ত্রিক সংস্কার চাই, সেই প্রেক্ষিতেই গণঅভ্যুত্থানের পর থেকে আমার নতুন সংবিধানসহ গণপরিষদ এবং রাষ্ট্রের মৌলিক রূপরেখা দিয়ে আসছিলাম, দাবি জানিয়ে আসছিলাম। আমাদের সেই দাবিতে বেশির ভাগ রাজনৈতিক দল সম্মত হয়নি। তারা সেই বিষয়গুলো বুঝতে পারেনি। তার ফলে পরিস্থিতি বারবার জটিল থেকে জটিলতর হচ্ছে।’ তিনি আরও বলেন, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেদিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো ধরনের বাছবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে এখনো সুযোগ আছে ঐক্যের। এনসিপির আহ্বায়ক বলেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নিলে রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে। গণঅভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে, ততদিন বাংলাদেশ–ভারত সম্পর্ক শীতলই থাকবে। SHARES রাজনীতি বিষয়: