যেসব আসনে ভোট করছেন এনসিপির শীর্ষ নেতারা প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পুরোদমে মাঠে কাজ করছে। এরমধ্যে দলের শীর্ষ নেতারা রাজধানী ঢাকার কয়েকটি আসনে নির্বাচনের জন্যও প্রস্তুত, নিজ নিজ এলাকায় ভোটের অনানুষ্ঠানিক প্রচারেও ব্যস্ত অনেকে।ইতোমধ্যে ঢাকাসহ আরও ১৭০টি আসনে দলীয় প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের তালিকা তৈরি করেছে এনসিপি। এ আসনগুলোতে তাদের প্রতিদ্বন্দিতা বজায় রাখতে কাজ করছে তারা। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, নিজেদের নির্বাচনি জোটে এনসিপিকে পেতে চায় বিএনপি। পিছিয়ে নেই জামায়েত ইসলামীও।এনসিপির সাথে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রাখছে উভয় দলেরই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।তবে বিভিন্ন সূত্র ধরে জানা যায়, তরুণদের পরিচালিত এ রাজনৈতিক দল নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে চাচ্ছেন। ইতোমধ্যে দলের শীর্ষপর্যায় থেকে তৃণমূলে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। SHARES রাজনীতি বিষয়: