জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান সারওয়ার মাহমুদ

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪

চেয়ারম্যান সারওয়ার মাহমুদ কে পদে নিয়োগ দিয়ে সোমবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ এর ধারা ৫(২) ও ৫(৩) অনুযায়ী সারওয়ার মাহমুদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।