নাটোরে ছাত্রী নিবাস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

নাটোরে শহরের এক ছাত্রী নিবাস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।

নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামের ওই তরুণী সিংড়ার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে এবং নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।