দ্বিতীয় ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা ইসির

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৪

নির্বাচন কমিশন(ইসি) সচিব বলেছেন,ষষ্ঠ উপজেরা পরিষদ নির্বাচনের চারটি ধাপের ভোটের তারিখ কমিশন আগেই ঘোষণা করেছিল। প্রথম ধাপের তফসিল ইতিমধ্যে দেওয়া হয়েছে। আজকে ৩০-তম সভায় দ্বিতীয় ধাপের তফসিল নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (০১ এপ্রিল) নির্বাচন কমিশনের ৩০ সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি বলেম,দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২১ এপ্রিল শেষ সময়, মনোনয়নপত্র বাছাই  ২৩ এপ্রিল, আপিল ২৪-২৬ এপ্রিল ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ প্রতীক বরাদ্দ ২ মে। আর ভোটগ্রহণ হবে ২১ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট হবে। নয়টি জেলায় ইভিএমে ভোট হবে।এডিসি রিটার্নিং ও ইউএনওরা হবেন সহকারি রিটার্নিং অফিসার। ভোটারের সংখ্যা ৫ লাখের বেশি যেখানে সেখানে একাধিক সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ করা হবে। প্রচারের সময় হবে ১৯ দিন।

এমপি মন্ত্রীদের প্রভাব মোকাবেলায় কি ব্যবস্থা থাকবে, এই প্রশ্নের বিষয়ে তিনি বলেন, আচরণবিধিমালা আমরা কঠোরভাবে প্রয়োগ করবো। কমিশন এ বিষয়ে অনড়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে বলতে পুরোটাই অনলাইনেই দাখিল করতে হবে। জামানতের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন। সম্পূর্ণ সিস্টেমটাই অনলাইনে হবে।

দ্বৈত নাগরিকদের এনআইডি কিভাবে সহজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।