হতশ্রী ব্যাটিং নিয়ে যা বললেন জাকির প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৪ Bangladesh’s Zakir Hasan plays a shot during the fourth day of the first cricket Test match between Bangladesh and India at the Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on December 17, 2022. (Photo by Munir uz ZAMAN / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images) চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল গুটিয়ে গেছে মাত্র ১৭৮ রানে। আজ তৃতীয় দিনের শুরুটা ভালো হলেও পরে খেই হারিয়ে ফেলেন দলের ব্যাটাররা। শুধু জাকির হাসান ছাড়া আর কোনো ব্যাটার অর্ধ-শতক পূরণ করতে পারেননি। দলের এমন ব্যাটিং ব্যর্থতা নিয়ে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে জাকির বলেন, ‘আসলে কারণটা আর কী বলব আমরা টোটালি ফেল করেছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমার কাছে মনে হয় যে, আমাদের যে ভূমিকাটা ছিল, তা আমরা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার যেরকম খেলার কথা ছিল হয়তো ওরকম খেলতে পারিনি।’ সবশেষ ৫ ইনিংসের কোনোটাতেই দুইশও করতে পারেনি টাইগাররা। ব্যর্থতার প্রশ্নে জাকির বলেন, ‘না, আসলে ওইটা কাজ করা উচিত না। আমার হয়তো ওইভাবে করে না। আমি চেষ্টা করি প্রত্যেকদিনই নতুনভাবে শুরু করার। আসলে অন্য কারও কাজ করলো কি না আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে, বর্তমানটা যদি আমরা ভালো পারফর্ম করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য।’ তিনি আরো বলেন, ‘আসলে সবার ক্ষেত্রে কী হয় সেটা আমি বলতে পারব না। কোচ বা যারা আছেন তারা বলতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে, শট সিলেকশনে একটু সর্তক হলে ভালো হয় আমার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বলছি যে, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। একটা টেস্ট ম্যাচ খেলতে আসলে প্রস্তুত হয়ে আসতে হবে আমার। এই মেন্টালিটিটা আমার সাইড থেকে গ্রো করা উচিত।’ জাকির যোগ করেন, ‘আমাদের ওই নির্দিষ্ট ডেলিভারি তো ফেস করতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, আজকে বেশি বাতাস থাকার কারণে অনেক উইকেটে পড়েছে। এছাড়া সবই ঠিক ছিল। উইকেটের দিক থেকে সবই ভালো ছিল। কিন্তু ওই নির্দিষ্ট বলের জন্য… এটা আসলে কোনো কথা হতে পারে না যে, এটার জন্য আউট হয়ে গেছি। আমাদের আরও ভালো খেলা দরকার ছিল।’ SHARES সারা বাংলা বিষয়: চট্টগ্রামজাকিরহতশ্রী