তৃষ্ণার হ্যাটট্রিক ছাপিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয় প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ৫৮ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। ম্যাচে টাইগ্রেস পেসার ফারিহা তৃষ্ণা হ্যাটট্রিক তুলে নিলেও সহজ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল অজিরা। আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে বাংলাদেশ। ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের কোনো ব্যাটারই সেভাবে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ২৫ বলে ৫টি চারে ২৭ রান করেন ওপেনার দিলারা আক্তার। এছাড়া স্বর্ণা আক্তার ২১ রানে আউট হন। অস্ট্রেলিয়ার বোলার অ্যাশলে গার্ডনার ও সোফি মোলিনেয়াক্স ৩টি করে উইকেট ভাগাভাগি করে নেন। টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন জিওর্জিয়া ওয়ারহাম। তিনি ৩০ বলে ১০টি চারে নিজের ইনিংস সাজান। এছাড়া ওপেনার গ্রেস হ্যারিস ৩৪ বলে ৪৭ রান করেন। বাঁহাতি পেসার ফারিহা ইনিংসের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনিউ এবং বেথ মুনির উইকেট নিয়ে হ্যাটট্রিকের দেখা পান। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম। এছাড়া দুটি করে উইকেটের দেখা পান নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন। SHARES ক্রিকেট বিষয়: অস্ট্রেলিয়াজয়সিরিজ