এবার সেরা খেলোয়াড় হচ্ছেন কে?

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

ক্রীড়াঙ্গনে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। হাড্ডাহাড্ডি লড়াই আর নানা পরিসংখ্যানের মধ্য দিয়ে চলা এই জনপ্রিয় লিগে দলগত লড়াইয়ের পাশাপাশি এবার জমজমাট মৌসুম সেরা হওয়ার লড়াইও। যে লড়াইয়ে এগিয়ে আছেন বেশ ক’জন তারকা ফুটবলার।

এবার সেরা হওয়ার দৌড়ে রয়েছেন- আর্লিং হালান্ড, মোহাম্মদ সালাহ, ডারউইন নুনেজ, ভার্জিল ফন ডাইক ও ওলি ওয়াটকিনস। এছাড়াও রয়েছেন- ফিল ফোডেন, রদ্রি এবং ডেকলাইন রাইস। সবমিলে এই ৮ ফুটবলার থেকেই একজনকে বেছে নেবেন ভোটাররা।২০২০ সালে প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। সেবার মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছিলেন কেভিন ডি ব্রুইনা। এবারও লিগ জয়ের দৌড়ে লিভারপুল, সিটি দুই দলই আছে, আছে আর্সেনালও। দলগত লড়াইয়ের সাথে সাথে লড়াই এবার ব্যক্তিগত পুরস্কারেও।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, গভর্নিং বডি, গণমাধ্যম ও দর্শকের ভোটে প্রিমিয়ার লিগে মৌসুমসেরা খেলোয়াড়ের নাম  চূড়ান্ত হয় মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। সে অনুযায়ী লিগে শীর্ষ তিনটি দলেরই ৩০টি করে ম্যাচ শেষ, লিগ এখন শেষ পর্যায়ে। সেরা খেলোয়াড় চূড়ান্ত করতে ভোটারদের সিদ্ধান্ত নেওয়ারও সেরা সময় এটি। তবে এবার সেরার রায় দিতে বেগ পেতে হবে ভোটারদের। কারণ গতবারের মতো সহজ চিত্র এবার দেখা যায়নি।