মেসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মায়ামি কোচ বললেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে মাঠেই’ প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪ ম্যাচ শেষে প্রতিপক্ষের ড্রেসিং রুমের দিকে চিৎকার করতে করতে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই তারকার বিরুদ্ধে, তবে সেই অভিযোগ পাত্তা দেননি তার দলের সহকারী কোচ। লিওনেল মেসির একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ইন্টার মায়ামি লিখেছে, ‘হি’জ ব্যাক।’ যেটির মানে, চোট কাটিয়ে তিনি ফিরছেন। কলোরাডো র্যাপিডসের বিপক্ষে ম্যাচের জন্য মায়ামির স্কোয়াডে আছেন এই মহাতারকা। তিনি আদৌ মাঠে নামবেন কি না বা নামলেও কতক্ষণের জন্য, সেটা অবশ্য পরিস্কার করা হয়নি। তবে এই ম্যাচের আগে তোলপাড় চলছে আগের ম্যাচে তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ নিয়ে। গত বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সিএফ মন্তেরেইয়ের বিপক্ষে ম্যাচটিতে না খেললেও মাঠে ছিলেন মেসি। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, ম্যাচ শেষে মন্তেরেইরে ড্রেসিং রুমের দিকে ক্ষুব্ধ হয়ে তেড়ে গিয়ে এক পর্যায়ে চিৎকার করতে দেখা গেছে মেসিকে। ম্যাচটিতে ২-১ গোলে হেরে যায় মায়ামি। পরে এটা নিয়ে মন্তেরেই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগও করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। মেক্সিকোর ক্লাবটির অভিযোগপত্রে মেসির পাশাপাশি জর্দি আলবা ও লুইস সুয়ারেসের নাম থাকার খবরও এসেছে সংবাদমাধ্যমে। ঘটনার পেছনের কারণ অস্পষ্ট বলে জানায় ইএসপিএন। তবে তাদের প্রতিবেদনেই বলা হয়েছে, ম্যাচের আগে মন্তেরেই কোচের একটি মন্তব্যের সঙ্গে ঘটনার যোগসূত্র থাকতে পারে। মন্তেরেইয়ের আর্জেন্টাইন কোচ ফের্নান্তো ওর্তিস ম্যাচের আগে তার দলকে উদ্বুদ্ধ করার জন্য বলেছিলেন যে, মায়ামি আর দশটি ক্লাবের মতোই এবং মেসিও সবার মতোই একজন খেলোয়াড়। পাশাপাশি তিনি এটিও বলেছিলেন, মেসির মতো বড় তারকাদের ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত তার ও ওই ক্লাবের পক্ষে প্রভাবিত হয়। SHARES খেলাধুলা বিষয়: কোচমায়ামিমেসি